কাবুলে জোড়া বিস্ফোরণে নিহত ১৯

প্রকাশিতঃ 5:49 pm | November 02, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালের কাছে মঙ্গলবারের জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৪৩ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কারি খোস্তি বলেছেন, কাবুলের প্রাণকেন্দ্রের ৪০০ শয্যার সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের প্রবেশদ্বারে জোড়া বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিছেন, গাড়ি বোমা হামলার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটনো হয়। আফগান অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র বিলাল করিমি সাংবাদিকদের জানান, চার শ শয্যার হাসপাতালটির গেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাবুলে বিস্ফোরণের ফলে ধোঁয়ার ছবি ছড়িয়ে পড়েছে।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় বাখতার নিউজ এজেন্সি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, হাসপাতালের কাছে আইএসের যোদ্ধাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। ঘটনাস্থলে ইতোমধ্যেই তালেবানের বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে।

আগস্টে আফগান প্রশাসনের নিয়ন্ত্রণ তালেবানের নেওয়ার পর থেকে দেশটিতে উগ্রবাদী সংগঠন আইএসের তৎপরতা বেড়েছে। আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর মোট চারটি হামলায় আইএস দায়িত্ব স্বীকার করে। এর মধ্যে ২৬ আগস্ট আফগানিস্তান থেকে বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের মধ্যেই কাবুল বিমানবন্দরে এক বোমা হামলায় ১৩ মার্কিন সৈন্যসহ ১৮০ জনের বেশি লোক নিহত হয়।

কালের আলো/টিআরকে/এসআইএল