পুলিশ হেডকোয়ার্টার্সে অত্যাধুনিক শপিং কমপ্লেক্স পলমার্টের উদ্বোধন করলেন আইজিপি
প্রকাশিতঃ 4:52 pm | November 02, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে অত্যাধুনিক শপিং কমপ্লেক্স পলমার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় ফিতা কেটে পলমার্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
পরে আইজিপি এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, ডিআইজি এবং অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, জননিরাপত্তা বিধানে নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণে নিরলস কাজ করছেন ড. বেনজীর আহমেদ।

এরই ধারাবাহিকতায় আইজিপি’র সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় পুলিশ সদস্যদের কল্যাণে পুলিশ হেডকোয়ার্টার্সে চালু হলো অত্যাধুনিক শপিং কমপ্লেক্স পলমার্ট।
পলমার্ট চালুর প্রয়োজন ও প্রাসঙ্গিকতা তুলে ধরে পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মোঃ মাসুদুর রহমান বলেন, বর্তমান আইজিপি মহোদয় পুলিশ সদস্যদের কল্যাণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁরই নির্দেশনায় চালু করা হয়েছে পলমার্ট। পুলিশ কর্মকর্তা ও সদস্যগণকে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে হয়। ফলে তাদের অনেকের পক্ষেই সময়মত পারিবারিক প্রয়োজনীয় মানসম্মত পণ্য ক্রয় করা সম্ভব হয়না। তারা যেন একই ছাদের নিচে স্বল্পমূল্যে মানসম্পন্ন দ্রব্য ক্রয় করতে পারেন সে লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে চালু হলো অত্যাধুনিক শপিং কমপ্লেক্স পলমার্ট।

এতে পুলিশ সদস্যরা একদিকে যেমন সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করতে পারবেন, অন্যদিকে তাদের সময়ও বাঁচবে বলে তিনি উল্লেখ করেন।
জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টার্সের ফ্যাসিলিটিজ ভবনের নিচতলায় বৃহৎ পরিসরে মনোরম পরিবেশে POLMART-এ পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে কম মূল্যে খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, প্রসাধনীসহ মানসম্মত অন্যান্য সামগ্রী পাওয়া যাবে। POLMART প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে।

কালের আলো/টিআরকে/এসআইএল