মোবাইল কোর্টে ১৫ লাখ টাকা জরিমানা কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল
প্রকাশিতঃ 5:05 pm | November 01, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
মোবাইল কোর্টের মাধ্যমে রাজধানীর কদমতলীর কে এস মেটালকে ১৫ লাখ টাকা জরিমানা ও জব্দ তালিকা ছাড়া এক কোটি টাকার মালামাল নিয়ে যাওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রুলে পর্যাপ্ত ক্ষতিপূরণসহ জরিমানার ১৫ লাখ টাকা ও মালামাল ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে জব্দ তালিকা ছাড়া নিয়ে যাওয়া মালামালের তালিকা এক সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আইনবহির্ভূতভাবে মোবাইল কোর্টের ১৫ লাখ টাকা জরিমানা ও ১ কোটি টাকার মালপত্র নিয়ে যাওয়াকে চ্যালেন্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যবসায়ী কবির আহমেদ।
রিটের শুনানি শেষে হাইকোর্ট আইনবহির্ভূতভাবে ১৫ লাখ টাকা জরিমানা ও মালপত্রসমূহ (তামা ও পিতল) নিয়ে যাওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন পর্যাপ্ত ক্ষতিপূরণসহ ১৫ লাখ টাকা জরিমানা ও মালপত্র ফেরত দিতে নির্দেশনা দেয়া হবে না মর্মে রুল ইস্যু করেন।
এছাড়া আদেশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে ৫, ৬, ৭ ও ৮ নং বিবাদীদের নিয়ে যাওয়া মালপত্রের বিষয়ে হাইকোর্টে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালেয়র সচিব, আইন সচিব, পুলিশের আইজিপি, রাবের ডিজি, ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও কদমতলী থানার ওসিকে বিবাদী করা হয়েছে। ৭ দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
কালের আলো/টিআরকে/এসআইএল