বুড়িগঙ্গায় নৌকাডুবি : দুই মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

প্রকাশিতঃ 2:59 pm | November 01, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় রেখা (২৯) ও সানজিদা (৮) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও নিখোঁজ রয়েছে দুইজন।

সোমবার (১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে হুজুর ঘাটে চার যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান জানান, উদ্ধার অভিযানে পাওয়া মরদেহ দুটি হলো রেখা (২৯) ও সানজিদার (৮)। নিখোঁজ দুই যাত্রী হলেন শীতল (২৭) ও শফিকুল (৭)।

তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

কালের আলো/টিআরকে/এসআইএল