বাংলাদেশকে ২৪৭ রানের টার্গেট দিলো জিম্বাবুয়ে

প্রকাশিতঃ 7:01 pm | October 24, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই দেখে শুনে খেলতে থাকে জিম্বাবুয়ে। কিন্তু জিম্বাবুইয়ান দুই ওপেনার মাসাকাদজা আর চেপাস ঝুয়াও দলকে ভালো পার্টনারশিপ এনে দিতে পারেননি। জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান করে। জবাবে বাংলাদেশকে জিততে হলে ২৪৭ রান করতে হবে।

আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বুধবার দুপুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামে বাংলাদেশ। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। খেলাটি সরাসরি দেখাচ্ছে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

এর আগে ম্যাচের পঞ্চম ওভারে বল করতে এসে জিম্বাবুইয়ান ব্যাটসম্যান হেমিল্টন মাসাকাদজাকে আউট করেন সাইফউদ্দিন। সাইফউদ্দিনের ১ম ওভারের ৫ নাম্বার বলে উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরে যান মাসাকাদজা। আউট হবার আগে ১৮ বল খেলে দুটি চারের সাহায্যে ১৪ রান করেন তিনি।

জিম্বাবুয়ে দলে সাইফউদ্দিনের পর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ তার ২য় ওভারের শেষ বলে কেপাস জুয়াও কে আউট করেন। কেপাস ১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২০ রান করেন। মিরাজের ২য় ওভারের শেষ বলে ছয় মারতে গিয়ে ফজলে মাহম্মুদের হাতে ধরা পড়েন।

জিম্বাবুয়ের ঘরে ৩য় আঘাত হানেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বিপদজনক টেইলরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজ ঘরে পাঠান রিয়াদ। আউট হবার আগে টেইলর ৭৫ রান করেন। ৯টি চার ও ১টি ছয় মেরে তিনি এই রান করেন।

আবারো জিম্বাবুয়ে ঘরে ২য় আঘাত হানলেন সাইফউদ্দিন। তিনি শন উইলিয়ামসকে সাজ ঘরে পাঠান। উইলিয়ামস ৭৬ বলে ২টি চার মেরে ৪৭ রান করে সাইফউদ্দিনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়।

বিপদজনক সিকান্দার রাজাকে আউট করে সাজ ঘরে পাঠান টাইগারদের অধিনায়ক মাশরাফি। সিকান্দার ৬১ বল খেলে ৩টি চার ও ২টি ছয় মেরে মাশরাফির বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে সাজ ঘরের দিকে হাঁটা ধরেণ। মাশরাফির পরপরই জিম্বাবুয়ের ঘরে উইকেটের আঘাত করেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ পিটার মুরকে আউট করেন।মুর ২০ বলে ২টি চারের সাহায্যে ১৭ রান করে আউট হয়।

সাইফুউদ্দিনের ৩য় শিকার এলটন চিগুম্বুরা। সেই সাথে দলীয় সপ্তম উইকেটের পতন হয়। আউট হবার আগে চিগুম্বুরা তিন রান করেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা জিতে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে মাশরাফির দল। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বুধবার দুপুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। খেলাটি সরাসরি দেখাচ্ছে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

বাংলাদেশ একাদশ: লিটস দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), চেপাস ঝুয়াও, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), পিটার মুর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা।

কালের আলো/পিএম