রংপুরে মাঝিপাড়ায় হামলা: অন্যতম হোতাসহ ২ জন গ্রেফতার
প্রকাশিতঃ 12:22 pm | October 23, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
রংপুরের পীরগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাজধানীর টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সৈকত মণ্ডল ও রবিউল ইসলাম।
শনিবার (২৩ অক্টোবর) সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দু’জনের মধ্যে সৈকত মণ্ডল ঘটনার অন্যতম হোতা এবং রবিউল ইসলাম তার সহযোগী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায় তারা।
এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলেও জানান তিনি।
কালের আলো/এসবি/এমএম