মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত

প্রকাশিতঃ 9:08 pm | October 15, 2021

কালের আলো ডেস্ক:

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রহমান মোল্লা (৫৫), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান হোসেন (২৫)।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে আজ বিকেলে ঘণ্টাব্যাপী সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

জগদল ইউপি চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, আসন্ন ইউপি নির্বাচনে বর্তমান মেম্বার নজরুল মোল্ল্যা ও মেম্বার পদপ্রার্থী সৈয়দ মোল্ল্যার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে সংঘর্ষে সৈয়দ মোল্ল্যার সমর্থক সবুর, কবির ও রহমান ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে নজরুল সমর্থক ইমরানকে আহত অবস্থায় ফরিদপুর নেওয়ার সময় পথে তিনি মারা যান।

এ ছাড়া মারাত্মক আহত অবস্থায় নবির, শফিকুল্লাহ ওলিয়ার, শুভ মোল্ল্যাসহ ছয়জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালের আলো/এসআরবি/এমএম