ময়মনসিংহে ডিবি’র অভিযানে গ্রেফতার ৮

প্রকাশিতঃ 9:16 pm | October 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে মোবাইল চোর ও মোবাইলের IMEI নাম্বার পরিবর্তনকারী চক্রের ৩ সদস্য এবং ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ অক্টোবর) বিকেলে জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- জুয়াড়ি সিদ্দিক মিয়া (৩৬), আরিফ মোল্লা (৩৫), মালেক মিয়া (২৮), মহরম আলী সরকার (২৮) ও সাইদুল ইসলাম (২৪) এবং মোবাইল চোর ও IMEI নাম্বার পরিবর্তনকারী চক্রের সদস্য নাঈম মিয়া (২২), রুহুল (২৬), ওমর ফারুক শুভ (২২) ।

জেলা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, এসআই আব্দুল লতিফ ও এসআই মাসুদ জামালীর নেতৃত্বে ডিবি’র একটি টিম রোববার (২১ অক্টোবর) জেলার ভালুকায় অভিযান চালিয়ে মেহেরবাড়ী এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় এক বান্ডিল তাস ও নগদ ৯শ’ টাকাসহ ওই ৫ জুয়াড়িকে গ্রেফতার করে।

এছাড়াও এসআই আজিজুল হকের নেতৃত্বে ডিবি’র আরেকটি টিম শনিবার (২০ অক্টোবর) অভিযান চালিয়ে নগরীর গাঙ্গিনারপাড়ের প্রেস ক্লাবের মোড় থেকে মোবাইল চোর ও IMEI নাম্বার পরিবর্তনকারী চক্রের ওই ৩ সক্রিয় সদস্যকে বিভিন্ন কোম্পানীর সাতটি পুরাতন মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।

কালের আলো/ওএইচ