ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশিতঃ 4:28 pm | October 20, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র নাজমুল হাসান নামের এক ছাত্র আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৭ টায় সাদ্দাম হোসেন হলের নিজ কক্ষ ২২৯ নাম্বার এ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
ওই ছাত্রের বাড়ী সাতক্ষীরা জেলার তালা উপজেলায়।
সাদ্দাম হোসেন হলের ২২৬ নম্বর রুমের আবাসিক ছাত্র শরীফ বলেন, নাজমুলের বন্ধু নাদিম তার সাথে সাক্ষাৎ করতে আসলে দরজা বন্ধ দেখতে পায়। দরজায় বারবার কড়া নাড়ার পরেও কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেয়, ঝুলন্ত লাশ দেখে আমি ফেরদৌস, নাদিম সহ ১০ থেকে ১৫ জন দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি। তার শরীর গরম অনুভূত হওয়ায় আমরা তড়িঘড়ি করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই।
অাত্মহত্যাকারী নাজমুলের ঘনিষ্ঠ বন্ধু কতৃর্ক জানা যায়, ফাঁস নেওয়ার আগে তার বন্ধু নাদিমকে মুঠোফোনে রুমে আসতে বলেন। নাদিম সাদ্দাম হলে নাজমুলের রুমে এসে ফ্যান লাগানোর হুকের সঙ্গে নাজমুলের দেহ ঝুলে থাকতে দেখে। দ্রুত দরজা ভেঙে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় তার বন্ধুরা।
বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে সেন্টারের কর্তব্যরত ডাক্তার নাজমুলকে মৃত ঘোষণা করেন।
তার বন্ধুদের সূত্রে জানা যায়, সে শ্বাস কষ্ট ও মানসিক ভাবে হতাশা গ্রস্থ ছিলো, গতকালও সে মেডিকেল সেন্টারে ডাক্তার দেখিয়েছে।
নাজমুল গলায় ফাঁস দেওয়ার দুই ঘণ্টা আগে তার ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দেন
তা হলো
“একটা রিক্সা চাই শৈশব ও কৈশোর ফিরে যাওয়ার জন্য”
নাজমুলের বন্ধুদের সাথে কথা বলে জানা যায়, সেই খুবই নম্র ও ভদ্র প্রকৃতির ছিলো, নিজের ক্যারিয়ার নিয়ে সব সময় ভাবতো, অনেক পড়াশুনাও করতো, কিন্তু কেন যে এমনটা করলো ভাবতে পাচ্ছি না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অাত্মহত্যা মত ঘটনা সত্যি বেদনাদায়ক, অামরা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। নাজমুলের অবিভাবককে সংবাদ দেয়া হয়েছে তার পরিবারের সদস্যদেরা আসলে তাদের ইচ্ছা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালের আলো/ওএইচ