সাড়া ফেলেছে ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন

প্রকাশিতঃ 11:58 am | September 29, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘থ্যাংক ইউ পিএম ক্যাম্পেইন’ সারাদেশে যে সাড়া ফেলেছে, তাতে সন্তোষ জানিয়েছে আওয়ামী লীগের ওয়েব টিমের সদস্যরা।

তারা জানিয়েছেন, ‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযানে সারা দেশ থেকে শত শত ভিডিও এসেছে, এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ঘিরেই বেশি ভিডিও এসেছে।

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়কারী তন্ময় আহমেদ বলেন, দলের এসব কর্মসূচির পাশাপশি প্রধানমন্ত্রীর জন্মদিন এবং বাংলাদেশের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এএলবিডি ওয়েব টিম ‘থ্যাংক ইউ পিএম ক্যাম্পেইনের আয়োজন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাকসিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ণ প্রকল্পসহ যার যার এলাকার জীবনমানের উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়েও ভিডিওচিত্র ধারণ করে প্রেরণের আহ্বান জানানো হয় এই ক্যাম্পেইনে। ভিডিও পাঠানো সকলে প্রধানমন্ত্রীকে তার এ সকল উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

এই ধন্যবাদ জানিয়ে ভিডিও করা অপর এক ব্যক্তি নীলফামারীর মনিরুজ্জামান মানিক। উত্তরা ইপিজেড এলাকা থেকে তার পাঠানো ভিডিও মেসেজে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণের পর আপনি নীলফামারীতে উত্তরা ইপিজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুর্ভাগ্যজনকভাবে এর কার্যক্রম থেমে যায়, যখন ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে। এরপর আবারও ২০০৮ সালের পর আপনি ক্ষমতায় আসেন এবং এই প্রকল্পের কার্যক্রম তার গতি ফিরে পায়, যেখানে কাজের সুযোগ তৈরি হয়েছে ৫০ হাজার মানুষের।

অপর এক ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষা চাকমা রাঙ্গামাটি থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান হেলিকপ্টারের মাধ্যমে দ্রুততম সময়ে প্রান্তিক অঞ্চলগুলোতে টিকা সরবরাহের জন্য।

আওয়ামী লীগ ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ ‘থ্যাংক ইউ পিএম’ কার্যক্রম প্রসঙ্গে বলেন, অনলাইনে অনেক গুজব ছড়িয়ে পড়ছে। অনেক সময়ে প্রধানমন্ত্রীকে টার্গেট করেও গুজব প্রচার করা হয়। ‘থ্যাংক ইউ পিএম’ তাদের এমন সব অপপ্রচারের মুখে এক চপেটাঘাত।

তিনি আরও জানান, কোনো ধরনের সম্পাদনা না করে মূল ভিডিও চিত্রটি পাঠাতে উৎসাহিত করা হয় সকলকে। তিনি বলেন, ‘মাত্র ১৮ দিনের কাছাকাছি সময়ের মধ্যে সারা দেশ থেকে ১ হাজারের বেশি ভিডিও এসেছে আমাদের কাছে। এই ভিডিওগুলো যাচাই-বাছাই শেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার দিব আমরা।

কালের আলো/টিআরকে/এসআইএল

Print Friendly, PDF & Email