আইপিএলে ফের করোনার থাবা, আইসোলেশনে ছয়জন

প্রকাশিতঃ 8:20 pm | September 22, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

প্রথম পর্বের সংকট আবারও প্রকট হল দ্বিতীয় পর্বে। আইপিএলে ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা পেসার টি নটরাজন। আইপিএলের মিডিয়ার তরফে এই বার্তা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে আইপিল কতৃপক্ষ জানিয়েছে, রুটিন আরটি-পিসিআর টেস্টে সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় টি নটরাজন করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন। তিনি বাকিদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তার কোনও উপসর্গ নেই। মেডিক্যাল টিম নটরাজনের সান্নিধ্যে আসা ৬ জনকে চিহ্নিত করেছে এবং তাদেরও আইসোলেশনে পাঠানো হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, নটরাজনের সান্নিধ্যে আসা ৬ জন-সহ বাকিদের আরটি-পিসিআর টেস্ট করা হয়। সবার রিপোর্টই নেগেটিভ। ফলে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ রাতের সানরাইজার্স বনাম দিল্লি ম্যাচ সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এর আগে ভারতের মাটিতে প্রথমবার যখন আইপিএল আয়োজিত হয়, তখনও করোনার থাবাতেই টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই।

কালের আলো/আরএস/এমএইচএস