ভালুকায় উপজেলা ছাত্রলীগের মাস্ক বিতরণ
প্রকাশিতঃ 10:09 pm | September 13, 2021

কালের আলো সংবাদদাতা:
ময়মনসিংহের ভালুকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৩ সেপ্টেম্বর) ভালুকা পৌর শহর এলাকায় উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ তানভীর আহম্মেদের উদ্যোগে এসব মাস্ক বিতরণ কর্মসূচী পরিচালিত হয়।
এ সময় পথচারী, রিকশাচালক সহ জনসাধারণের মাঝে কয়েক’শ মাস্ক বিতরণ করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে এ কর্মসূচী জানিয়ে তানভীর আহমেদ বলেন, করোনা প্রতিরোধ করতে মাস্ক পড়া জরুরি। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে করোনা অনেকটা নিয়ন্ত্রণে। বঙ্গবন্ধুর আদর্শে ও জননেত্রীর আহ্বানে মানুষের পাশে ছিলাম, পাশে আছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন।
মাস্ক বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসআরবি/এমএইচএ