কাজাখস্তানে যাত্রীবাহী বাসে আগুন লেগে নিহত ৫২

প্রকাশিতঃ 4:10 pm | January 18, 2018

বিশ্ব ডেস্ক | কালের আলো: মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে অন্তত ৫২ জন নিহত হয়েছে। বাসে থাকা যাত্রীদের মধ্যে পাঁচজন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। উদ্ধারকর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দেশটির আকতোব অঞ্চলের ইরগিজ জেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটিতে উজবেকিস্তানের নাগরিকরা ছিলেন। তবে বাসটি রাশিয়া থেকে ছেড়ে এসেছিল না রাশিয়াতে যাচ্ছিল তা এখনও নিশ্চিত নয়।

যে রুটে বাসটি যাচ্ছিল সেটি প্রায় ২ হাজার ২০০ কিলোমিটারের পথ।

Print Friendly, PDF & Email