ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিতঃ 7:55 pm | January 17, 2018

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ গণি মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে আঠারবাড়ি এলাকার বিষ্ণুপুর খালপাড় এলাকায় ময়মনসিংহ-ভৈরব রেলওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। গণি মিয়া স্থানীয় মৃগালী গ্রামের বাসিন্দা।

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মোতালেব চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে ওই এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email