ওমান-আরব আমিরাতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি
প্রকাশিতঃ 7:07 pm | June 29, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
সবকিছুই নিশ্চিত ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। করোনা ভাইরাসের কারণে ভারতের পরিবর্তে আরব আমিরাত ও ওমানে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
মঙ্গলবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ১৭ই অক্টোবর শুরু হয়ে ১৪ই নভেম্বর পর্যন্ত চলবে সংক্ষিপ্ত সংস্করণের এই ক্রিকেট টুর্নামেন্ট।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিসিসিআই জানিয়ে দেয়, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ করা সম্ভব হচ্ছে না। তাদের সিদ্ধান্ত জানানোর পর আইসিসি ভেন্যু বদলের ঘোষণা দিলো। আইসিসি বিবৃতিতে জানিয়েছে, আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম ও শারজাহ স্টেডিয়াম এবং ওমান ক্রিকেট একাডেমিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো।
কুড়ি ওভারের বিশ্ব আসর শুরু হবে ১৭ অক্টোবর। অর্থাৎ, আইপিএল শেষ হওয়ার তিন দিন পর। করোনাভাইরাসের কারণে ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টির প্রতিযোগিতার বাকি অংশও হবে আরব আমিরাতের ওই ভেন্যুগুলোতে। তাই পিচের অবস্থা নিয়ে চিন্তিত আইসিসি। সংস্থাটি বিৃবতিতে জানিয়েছে, দুই প্রতিযোগিতার (আইপিএল ও বিশ্বকাপ) মাঝে পিচগুলো যেন বিশ্রাম পায়, সেটা নিশ্চিত করতে হবে।
কালের আলো/টিআরকে/এসআইএল