শুক্রবার দেশ ছাড়ছেন সাকিব
প্রকাশিতঃ 10:29 pm | June 17, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ব্যক্তিগত কারণে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে থাকতে আগামীকাল শুক্রবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি। যদিও তার ছুটির বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
নিষেধাজ্ঞা কাটিয়ে বৃহস্পতিবার (১৭ জুন) মাঠে ফিরেছেন সাকিব। মোহামেডানের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে খেলেন তিনি। তবে এটিই চলমান আসরে তার শেষ ম্যাচ। শেষ ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে তার দল হেরে যায় ৭ উইকেটে।
গত ২৩ মার্চ সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। এরপর বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়ে চলে যান আইপিএল খেলতে। তার ছুটি নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। সেই ঘটনার কারণে বিসিবি এখন ক্রিকেটারদের চুক্তি নিয়ে নতুন করে ভাবছে। ভারতের ওই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাঝপথে বন্ধ হলে দেশে ফিরে সাকিবকে কোয়ারেন্টিনে চলে যেতে হয়। কোয়ারেন্টিন মুক্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ও চলতি ঢাকা লিগে তিনি মাঠে নামেন।
গত শুক্রবার আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে স্টাম্পে লাথি দিয়ে ও আছাড় মেরে আম্পায়ারের সিদ্ধান্তের ‘প্রতিবাদ’ জানান মোহামেডান অধিনায়ক সাকিব। এই অপরাধে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে নামেন সাকিব। তবে আজ তিনি টস করেননি। মোহামেডান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরেই সাকিব দেশ ছাড়ছেন। এই ম্যাচের পর এবারের লিগে সাকিবকে আর দেখা যাবে না।
এর আগে ডান হাঁটুতে চোট পেয়ে ডিপিএল থেকে ছিটকে গেছেন তামিম ইকবালও। ইনজুরিতে ছিটকে যাওয়ায় তামিমকে সুপার লিগে পাচ্ছে না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লিগের প্রথম পর্বে স্বরূপে দেখা যায়নি তামিমকে। যদিও তার ক্লাব প্রাইম ব্যাংক পয়েন্ট তালিকার চূড়ায় থেকে লিগের প্রথম পর্ব শেষ করেছে। জানা গেছে, গত কয়কেটি ম্যাচ হাঁটুর ব্যথা নিয়েই খেলেছেন তামিম। তবে সামনে জিম্বাবুয়ে সফর থাকায় তাকে নিয়ে আর ঝুঁকি নিতে রাজি নয় দল।
কালের আলো/আরএস/এমএইচএস