বালিশের দাম নিয়ে আপনি চিন্তিত, ভাবছেন দেশ রসাতলে যাচ্ছে?

প্রকাশিতঃ 11:27 am | May 23, 2019

কালের আলো ডেস্ক:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নির্মাণাধীন ভবনে আসবাবপত্রসহ অন্যান্য দ্রব্যের বাজার মূল্যের সাথে ব্যাপকভাবে অসামঞ্জস্য দেখা গেছে। সেখানে একেকটি বালিশের দাম দেখানো হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকা। অন্যান্য জিনিসের ক্ষেত্রেও দেখানো হয়েছে অস্বাভাবিক খরচ।

এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। আবার প্রকল্পের ঠিকাদারের পেমেন্ট বন্ধ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এরই পরিপ্রেক্ষিতে এই ‘অঘটন’ এর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির শাসনামলে স্বয়ং খালেদা জিয়ার জন্য লাখ লাখ টাকা দিয়ে বালিশ কেনা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

বৃধবার(২২ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে আশরাফুল আলম খোকন এ তথ্য জানান।

তিনি পোস্টে লিখেছেন, বালিশের দাম নিয়ে আপনি চিন্তিত ? ভাবছেন দেশ রসাতলে যাচ্ছে ? ভাবনা চিন্তা করা ভালো, কিন্তু বেশি চিন্তিত হইয়েন না। সব দেশেই অঘটন ঘটে, এর প্রতিকার না হলে সমস্যা। শেখ হাসিনার সরকার তাৎক্ষণিক এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কেন এইরকম হলো এর তদন্ত চলছে। আপাতত বিল বন্ধ। বাকি শাস্তিও হবে। কোনো অনিষ্টকারী শেখ হাসিনার হাত থেকে রেহাই পায়না। ইতিহাস তাই বলে…

কিন্তু আপনি কি জানেন…,
বাংলাদেশে ১৯৯১ সালের ২৯ মার্চ ৭৮ হাজার টাকা মূল্যের ৬ টি বালিশ কেনা হয়েছিল ৪ লক্ষ ৬৮ টাকা দিয়ে। বিশ্বের বিখ্যাত VAN DER HILST কোম্পানির বালিশ। যার বর্তমান মূল্য ৪০ লক্ষ টাকার কাছাকাছি। এই বালিশগুলো কেনা হয়েছিল বেগম খালেদা জিয়ার জন্য।

আপনি কি জানেন…,
এই বেগম খালেদা জিয়ার জন্যই ২০০২ সালে ইতালি থেকে ৬টি বালিশ কেনা হয়েছিল। যার একেকটির মূল্য ছিল ১ লাখ ৩২ হাজার টাকা।

ভাইবোন সকল, এখন একটু আওয়াজ তোলেন।

কালের আলো/ডিআর/এমএম