স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ে মাইলস্টোনের শিক্ষার্থীদের বৈঠক নেই

প্রকাশিতঃ 11:13 am | July 23, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

স্বরাষ্ট্র এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের আজ কোনো বৈঠক নেই।

বুধবার (২৩ জুলাই) সকালে দুই মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগের দিন বিকেলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে আসা শিক্ষার্থীরা জোর করে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বলপ্রয়োগে সরিয়ে দেয়। এ সময় সচিবালয় ও গুলিস্তান এলাকায় সংঘর্ষ বাধে।

এরপর রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে সচিবালয়ে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের আজ কোনো বৈঠক নেই। অনুগ্রহ করে টিভি স্ক্রল থেকে এই সংবাদটি সরিয়ে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকেও জানানো হয়েছে, আমাদের মন্ত্রণালয়ে মাইলস্টোনের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক নির্ধারিত নেই।

গত ২১ জুলাই মাইলস্টোন কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। পাইলটসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে আহত আরও অনেকে চিকিৎসাধীন রয়েছেন।

কালের আলো/এএএন