‘গুলুমুলু লাগছে’, ওজন বাড়তেই ট্রলের শিকার দীপিকা

প্রকাশিতঃ 2:28 pm | July 14, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

মা হওয়ার পর থেকেই আড়ালে ছিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া এই অভিনেত্রীকে বেশ কিছুদিন ধরেই জনসমক্ষে দেখা যাচ্ছিল না। তবে শোনা যাচ্ছে, হাতে ফিরছে নতুন সিনেমার কাজ। আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতিও নিচ্ছেন তিনি। তবে এরই মাঝে এক ভিডিওকে ঘিরে ট্রলের শিকার হয়েছেন ‘পাঠান’ খ্যাত এই অভিনেত্রী।

১৩ জুলাই দীপিকার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায়, ঢিলেঢালা নীল রঙের লম্বা শার্ট, কালো রোদচশমা আর কাঁধে টোট ব্যাগ নিয়ে বেরিয়েছেন দীপিকা। হালকা সাজে, যেন খুবই সাধারণ আর স্বাভাবিক এক মুহূর্ত।

কিন্তু এমন সাধারণ চেহারাতেই রেহাই মেলেনি দীপিকার। বরং পোশাক ও শরীর নিয়ে কটাক্ষে ভরে গেছে কমেন্টবক্স।

একজন লিখেছেন, ‘বাবার শার্ট পরে এসেছে নাকি! যা পারে গায়ে গলিয়ে নেয়।’ আরও একজন লিখেছেন, ‘প্রেগন্যান্সির সময়ও তো এত মোটা লাগত না। দিন দিন কেমন গুলুমুলু হয়ে যাচ্ছে।’

কারও মন্তব্য, ‘একদমই সাজেনি, বোঝাই যাচ্ছে সন্তান সামলাতে কতটা ব্যস্ত।’

সব ট্রল আর গসিপের ভেতরেও দীপিকা ধীরে ধীরে ফিরছেন নিজ জগতে-সিনেমার ক্যামেরার সামনে।জানা গেছে, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন-এর সঙ্গে জুটি বাঁধছেন তিনি পরিচালক অ্যাটলির আসন্ন সিনেমা ‘AA22XA6’-তে। সম্প্রতি ছবিটির নির্মাতারা একটি ইন্ট্রো ভিডিও প্রকাশ করে দীপিকার অন্তর্ভুক্তি নিশ্চিত করেন।

এছাড়া বহুল আলোচিত ‘কাল্কি ২’-তেও দীপিকা অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

বর্তমানে নিজের পরিবার ও সন্তানকে সময় দিচ্ছেন দীপিকা। শারীরিক পরিবর্তনকে ঘিরে তার প্রতি যেভাবে ট্রল ছুঁড়ে দেওয়া হচ্ছে, তা শুধুই তারকা হওয়ার খেসারত—এমনটাই মত অনেক ভক্তের। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় দীপিকার পাশে দাঁড়িয়েছেন, লিখেছেন-‘একজন মা হওয়া সহজ নয়। সেই মাকে নিয়ে এমন মন্তব্য লজ্জাজনক।’

কালের আলো/এসএকে