২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
প্রকাশিতঃ 1:33 pm | July 14, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ মেয়াদ পার করে ফেলা বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব ধরণের মোটরযান সড়কে চলাচল বন্ধে সারাদেশে একযোগে অভিযান চালাতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আগামী ২০ জুলাই থেকে দিন ও রাতে চলবে এ অভিযান।
বিআরটিএ সূত্র জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৬ অনুযায়ী, বাস ও মিনিবাসের জন্য ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের জন্য ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। এই মেয়াদ অতিক্রান্ত হলে সংশ্লিষ্ট যানবাহন আর সড়কে চলাচল করতে পারবে না।
এ নির্দেশনা বাস্তবায়নে বিআরটিএ’র এনফোর্সমেন্ট শাখার উপপরিচালক মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে সারাদেশে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে প্রস্তুতি শেষ করা হয়েছে। সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গণমাধ্যমকে বিষয়টি গুরুত্বসহ প্রচার ও কাভারেজের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিআরটিএ’র এনফোর্সমেন্ট শাখায় (ফোন: ৫৫০৪০৭২২ / ই-মেইল: ddenf@brta.gov.bd) যোগাযোগ করতে বলা হয়েছে।
কালের আলো /এএএন