ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি
প্রকাশিতঃ 1:04 pm | June 30, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২৯ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক তিন আদেশে এই বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন— উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানকে গুলশান থানার ওসি, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. আব্দুর রহিম মোল্লাকে উত্তরা পশ্চিম থানার ওসি, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক শেখ ফরিদ উদ্দিনকে গোয়েন্দা বিভাগে, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানকে খিলক্ষেত থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আজিজুর রহমানকে আদাবর থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. মফিজ উদ্দিনকে ওয়ারী থানার অপারেশন এবং আরেকটি আদেশে গুলশান থানার ওসি মো. মাহমুদুর রহমানকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে বদলি করা হয়েছে।
কালের আলো/এএএন