ইসির সামনে অনেক কাজ
প্রকাশিতঃ 5:53 pm | June 29, 2025

কালের আলো রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ‘একান্ত বৈঠকের’ পর এখন জাতীয় নির্বাচনের পথনকশার ঘোষণা কখন সেই আলোচনা সামনে এসেছে। সরকারপ্রধানের সঙ্গে আলোচনার ভিত্তিতে কী সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি) তা জানতে সবার নজর এখন নির্বাচন কমিশনে।
ইসির কর্মকর্তারা বলছেন, নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কাজের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ও চূড়ান্ত, দল নিবন্ধনের আবেদনের যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা অন্যতম। পাশাপাশি সীমানা নির্ধারণের আবেদন এবং দাবি আপত্তি নিষ্পত্তি করা, আইন-বিধি সংস্কার ও আশু বাস্তবায়নযোগ্য সংস্কার কমিশনের সুপারিশ আমলে নেওয়া, ভোটকেন্দ্র চূড়ান্ত, প্রবাসীদের ভোটাধিকারের পদ্ধতি চূড়ান্ত ও প্রয়োগের বিষয়টি উল্লেখযোগ্য।
নতুন দল নিবন্ধনের ক্ষেত্রে শাপলা প্রতীক নিয়েও আলোচনা হচ্ছে- যা দ্রুত নিষ্পত্তি করতে হবে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এটির বরাদ্দ চাওয়ায তা নিয়ে কৌতুহলও রয়েছে সবার।
এছাড়া সংস্কার হওয়া আইন-বিধি অনুযায়ী নির্বাচনি কাগজপত্র মুদ্রণ, ম্যানুয়াল তৈরি, বাজেট বরাদ্দ, স্বচ্ছ ব্যালট বাক্সসহ নিবাচনি সরঞ্জাম কেনাকাটা ও উপযোগী করা, আন্ত:মন্ত্রণালয় সভা, নির্বাচনের জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণসহ একগুচ্ছ রয়েছে।
তফসিল ঘোষণার আগে-পরে দলগুলোর সঙ্গে সংলাপসহ সময়ভিত্তিক কাজের কর্মপরিকল্পনাও বরাবরই করে থাকে ইসি সচিবালয়। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ভোট প্রস্তুতির অগ্রগতির বিষয়ে বলেন, ইসি সচিবালয়ের প্রস্তুতি চলছে, প্রতিটি দিনই নির্বাচনি প্রস্তুতির দিন। সেপ্টেম্বরের মধ্যে কেনাকাটার কাজ শেষ করার পরিকল্পনা রযেছে। কমিশনের সিদ্ধান্ত পেলে সময়মত কাজ শেষ করার সব প্রস্তুতি রয়েছে।
নির্বাচন বিশ্লেষক ও বিগত নির্বাচনে দুর্নীতির অনিয়ম তদন্তে গঠিত কমিটির সদস্য আব্দুল আলীম বলেন, সবচেয়ে বড় কাজ হচ্ছে এখন একটা রোডম্যাপ ঘোষণা করা এবং এটার বাস্তবায়ন অগ্রগতি। তা হলে সাধারণের মধ্যে আস্থাও বাড়বে আস্তে আস্তে। রোডম্যাপ থাকলে তো কাজ করতে সুবিধা হবে। ভোটের তারিখ ছাড়াও রোডম্যাপ হয়, যেমন ওই মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয়, তৃতীয় সপ্তাহেও হতে পারে।’
কালের আলো/এমএএইচএন