দেশবাসীকে ঐক্যবদ্ধ ও শক্ত থাকার আহ্বান থাকার আহ্বান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর
প্রকাশিতঃ 3:20 pm | April 21, 2019

কালের আলো ডেস্ক:
শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণে অন্তত ১৩৮ জন নিহতের ঘটনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
জাতির উদ্দেশে তিনি বলেছেন, আমাদের জনগণের ওপর আজ যে কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই দুঃখজনক সময়ে আমি শ্রীলংকার নাগরিকদের ঐক্যবদ্ধ ও শক্ত থাকার আহ্বান জানাচ্ছি। দয়া করে যাচাই বাছাই না করে কোনও গুজব ছড়াবেন না। সরকার অবিলম্বে ব্যবস্থা নিচ্ছে।
টুইটারে দেওয়া এক পোস্টে এ হামলাকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির জন্য একটি সংগঠিত ও সমন্বিত প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী মঙ্গলা সামারাবিরা।
রবিবার (২১ এপ্রিল) সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনকালে তিনটি চার্চ এবং তিনটি পাঁচ তারকা হোটেলে এ সিরিজ বিস্ফোরণ চালানো হয়। হাসপাতাল ও পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলায় আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।
হামলার শিকার তিন চার্চ হচ্ছে কচিহিকাডে, নেগোম্বো ও বাটিকালোয়া। আর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া তিন হোটেল হচ্ছে কলম্বোর শাংগ্রিলা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি। সূত্র: ডেইলি মিরর।
কালের আলো/এমএইচএ