উত্তর ও পশ্চিম ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ

প্রকাশিতঃ 11:12 am | May 10, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারির মাধ্যমে এই বিমানবন্দরগুলোয় সব বেসামরিক বিমানের চলাচল স্থগিত করেছে।

বিবৃতি অনুসারে, বিমানকর্মীদের প্রতি দেওয়া নোটিশগুলো অস্থায়ীভাবে কার্যকর থাকবে এবং ৩২টি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মূলত ভারতের হামলার জেরে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। যার নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান-মারসুস। যার অধীনের ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে পাকিস্তান।

পাকিস্তান সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। সবশেষ তারা ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে।

এদিকে শনিবার ভোর পৌনে ছয়টার দিকে শ্রীনগরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। এর আগে ভারত এবং পাকিস্তান দুই দেশই দাবি করেছে যে, শুক্রবার দিবাগত রাতে তাদের ওপরে অপর দেশ থেকে হামলা হয়েছে।

কালের আলো/এএএন