পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত বেড়ে ৪৪

প্রকাশিতঃ 10:48 am | July 31, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এ ঘটনায় অন্তত ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, বোমা বিস্ফোরণের পর লোকজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছেন। আহতদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে এসেছে। এরপর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে।

এ বিষয়ে কেপির স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বলেছেন, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। বোমা বহনকারী ব্যক্তি মঞ্চের কাছাকাছি এসে নিজের শরীররেই বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৪৪ জনের মৃত্যু ও ১০০ জনের বেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কেপি পুলিশের মহাপরিদর্শক আখতার হায়াত খান বলেন, বোমা বিস্ফোরণে ১০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বল বিয়ারিং ও অন্যান্য বিস্ফোরক আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, অপরাধীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

এর আগে, রোববার (৩০ জুলাই) প্রদেশের বাজাউর জেলায় রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম- ফজলের (জেইউই-এফ) সম্মেলনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দলটির জ্যেষ্ঠ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হন।

কালের আলো/এমএইচ/এসবি