ভারতের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরও বাড়াল পাকিস্তান

প্রকাশিতঃ 10:49 am | July 19, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভারতীয় এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজের ওপর নিজেদের আকাশসীমা ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান— তার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে দেশটির বিমানবন্দর বিষয়ক সরকারি কর্তৃপক্ষ পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ)।

গতকাল শুক্রবার একটি নোটিশ জারি করেছে পিএএ। সেখানে বলা হয়েছে, আগামী ২৪ আগস্ট ভারতীয় সময় অনুযায়ী ভোর ৫ টা ১৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে নিষেধাজ্ঞা। যতদিন নিষেধাজ্ঞা থাকবে, ততদিন পর্যন্ত ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত কোনো সামরিক, বেসামরিক কিংবা যে কোনো ধরনের উড়োজাহাজ যদি পাকিস্তানের আকাশসীমায় দেখা যায়— তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সংঘটিত জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গত ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান।

নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় তার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। শুক্রবার পিএএ-এর সর্বশেষ নোটিশ জারির আগ পর্যন্ত এই মেয়াদ ছিল ২৩ জুলাই পর্যন্ত।

এদিকে ২৪ এপ্রিল পাকিস্তান নিষেধজ্ঞা জারির পর ৩০ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ভারতও। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই।

পিএএ-এর শুক্রবারের নোটিশের কোনো প্রতিক্রিয়া এখনও জানায়নি ভারত। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষও নিষেধাজ্ঞার মেয়াদবৃদ্ধি সংক্রান্ত কোনো নোটিশ এ পর্যন্ত জারি করেনি।

সূত্র : জিও নিউজ, এনডিটিভি অনলাইন

কালের আলো/এসএকে