সমাবেশ মঞ্চেই একটা জোট হবে: ড. মাসুদ
প্রকাশিতঃ 2:30 pm | July 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, স্টেজেই (মঞ্চে) একটা জোট হবে। আমাদের দাবির সঙ্গে যারা একমত, জাতীয় পর্যায়ের যেসব সংগঠন আছে, যাদের সঙ্গে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, তারা এখানে আসবেন, বক্তব্য রাখবেন। নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হলে জোটের বিষয়টি আরও পরিষ্কার হবে। তখন সেটি আরও ম্যাচিউর হবে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
ড. মাসুদ বলেন, পল্টনে হয়েছে, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন সময়ে জামায়াতকে প্রোগ্রাম করতে দেয়নি। অবৈধ আওয়ামী লীগ সরকারের কাছে চেয়েও এখানে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। তারা মনে করত, জামায়াতকে দমিয়ে রাখা যাবে। কিন্তু আজ প্রমাণিত হয়েছে- জামায়াতকে গুম, খুন, নির্যাতন করে দমিয়ে রাখা যায় না। জনগণের ভালোবাসার দলকে ঠেকানো যায় না।
তিনি আরও বলেন, আজকের এই সমাবেশ ভবিষ্যতের ফ্যাসিস্টদের জন্যও একটি বার্তা। অন্যায়ভাবে কোনো দলের নেতাদের ফাঁসি দিয়ে কিংবা নির্মম নির্যাতন চালিয়ে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা যায় না। জামায়াত আছে, জামায়াত থাকবে।
তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান জামায়াতের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়ার আয়োজন নয়। তবে আজকের সমাবেশের মধ্য দিয়ে আগামী দিনের রাজনৈতিক কাঠামো এবং জোট রাজনীতির একটি খসড়া জাতির সামনে উপস্থাপিত হবে।
কালের আলো/এএএন