নতুন শিক্ষার্থীদের জীবনের সকল ক্ষেত্রে সততা-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান বিইউপির উপাচার্যের

প্রকাশিতঃ 2:38 pm | July 07, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নবীন শিক্ষার্থীদের জীবনের সকল ক্ষেত্রে সততা-শৃঙ্খলা বজার রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম।

বৃহস্পতিবার (০৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (মনপুরা মাঠ) বিইউপির ২০২২- ২৩ শিক্ষাবর্ষের ‘ফ্রেশার রিসিপশন’ এ আহ্বান জানান।

এদিন অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিইউপির উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম ফয়সাল বাতেন শিক্ষার্থীদেরকে বিইউপির বিভিন্ন একাডেমিক এবং প্রশাসনিক দিক সম্পর্কে অবহিত করেন।

প্রধান অতিথি উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব তার বক্তব্যের শুরুতেই বিইউপিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

তিনি বলেন যে তারা তাদের জীবনের একটি উল্লেখযোগ্য এবং নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যেখানে তারা জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্ব নাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বিইউপির লক্ষ্য শিক্ষার্থীদের এমনভাবে তৈরি যাতে তারা কর্মের মাধ্যমে পরিবার, দেশ, জাতি এবং সমাজে সুপরিচিত হতে পারে।

বিইউপি উপাচার্য শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের গুরুত্ব অনুধাবনকরতঃ জীবনের সকল ক্ষেত্রে সততা এবং শৃঙ্খলা বজার রাখার জন্য আহবান জানান। এছাড়া তিনি মাদকের ভয়াবহতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন।

উপাচার্য আরও বলেন, সমসাময়িক বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিইউপি outcome- based এবং need-based education প্রদানে বদ্ধ পরিকর। সর্বশেষে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে নবীন শিক্ষার্থীরা বিইউপি সম্পর্কে উপাচার্য মহোদয়ের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবগত হন।

এছাড়া অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ আরো উপস্থিত ছিলেন বিইউপির সকল উচ্চপদস্থ কর্মকতা, শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা।

কালের আলো/ডিএস/এমএম