ঢাকা কলেজস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মোহসীন-শামীম
প্রকাশিতঃ 8:42 pm | June 17, 2023

কালের আলো ডেস্ক:
ঢাকা কলেজস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) ঢাকা কলেজস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি মাহফুজুর রহমান তানিম, সাধারণ সম্পাদক সজীব হাসান এবং প্রধান উপদেষ্টা এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে মোহাম্মদ মোহসীনকে সভাপতি এবং শামীম আলমকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও কমিটিতে- সহসভাপতি হিসেবে ইব্রাহিম হোসেন ( শিবলু), মঈনুল ইসলাম, জাকির হোসেন হিমেল, মনির হোসেন মনির আহমেদ, মাহমুদুল হাসান পাপ্পু, সৈকত আহম্মদ, মুনায়েম হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক- আকাশ সরকার, মো:জিহাদ হাসান, সোহাগ সরকার, সোহাগ আহম্মেদ, মিজানুর রহমান, জনি আহমেদ, জাহিদুল হাসান, মতিউর রহমান।
সাংগঠনিক সম্পাদক পদে- রাসেল মিয়া শান্ত, শামিম আহমেদ ভুঁইয়া, নিশাত হাসান, মাহমুদ হাসান, বেলায়েত হোসেন তুষার, মো রানা, আরিফুল হক পলাশ, মোহাম্মদ রাব্বানি, মোজাহিদ আহমেদ, আশরাফুল রহমান খান, আহম্মেদ সোহাগ, মাহবুব আলম।
দপ্তর সম্পাদক- সালমান রহমান। উপ-দপ্তর সম্পাদক:হাবিবুর রহমান ও মো শাহিন আলম। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক* রাকিবুল তালুকদার। উপ-অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক:মনিরুল ইসলাম রকি ও মো. কবির। প্রচার ও প্রকাশনা সম্পাদক – আমিনুল ইসলাম শান্ত। উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- মো. নেজামুল খান ও তানভীর হোসেন সোহান। সাহিত্য বিষয়ক সম্পাদক- মো সাকিব, উপ সাহিত্য বিষয়ক সম্পাদক: আসাদুল এবং রাকিব হাসান রকি। আইন বিষয়ক সম্পাদক- রাকিবুল হাসান মামুন। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক- শাকিল মিয়া। সহসম্পাদক- পলাশ, জিহাদ, জিহান, তুষার, আব্দুল লতিফ, সাখাওয়াত আকন্দ, মো জুনায়েদ, মোস্তাফিজুর রহমান এবং সদস্য হিসেবে ফাহিম হাসান, রিয়াদ হাসান, সিয়াম শাকিল, হাবিল মোবারক, জাহাঙ্গীর আলম, মামুনুল মামু ও মো সাগরের নাম ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোহসীন বলেন, আমাদের ঢাকা কলেজস্থ ময়মনসিংহ ছাত্রকল্যাণ সমিতি ঢাকা কলেজের অন্যতম বৃহৎ একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন। আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি সংগঠনের অভিভাবক ও সকল সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার সহযোগিতা কামনা করছি।
কালের আলো/ডিএস/এমএম