শেখ কামালের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে এবারের যুব গেমস : বিওএ মহাসচিব
প্রকাশিতঃ 11:58 pm | February 26, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস’র দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, শেখ কামালের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে এবারের যুব গেমস। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: উৎসবের আবহে যুব গেমসের আলো ঝলমলে উদ্বোধন, স্মার্ট খেলোয়াড় তৈরির রূপরেখা প্রধানমন্ত্রীর
স্বাগত বক্তব্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আধুনিকতায় রূপান্তরিত করার মাধ্যমে খেলাধূলার যুগোপযোগী উন্নয়ন ত্বরান্বিত করার বুদ্ধিদীপ্ত পরিকল্পনাকে সামনে রেখে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মৃত্যুর আগ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছেন। শেখ কামালের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে এবারের যুব গেমস। এর নামকরণ করা হয়েছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩।’
তিনি বলেন, ‘এবারের আসরে ২৪ টি খেলায় দেশের আন্ত:উপজেলা, আন্ত:জেলা ও জাতীয় পর্যায়ে প্রায় ৬০ হাজার খেলোয়াড়, শিক্ষক, টেকনিক্যাল, অফিশিয়াল ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করেছে। এই গেমসের মূল পর্ব ঢাকার ২৪ টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আজ ক্রীড়া ক্ষেত্রে অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে। এ গেমস সেই ধারাবাহিকতারই অংশ।’
আরও পড়ুন: যুব গেমস হবে জৌলুসময় ও আনন্দময় : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আরও পড়ুন: যুব গেমস আয়োজনে সাফল্যে প্রধানমন্ত্রীকেই কৃতিত্ব সেনাপ্রধানের
বিওএ মহাসচিব আরও বলেন, ‘গত ২৩ ফেব্রুয়ারি সেনাপ্রধান ও বিওএ সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ যুব গেমসের মশাল প্রজ্বলন করেন বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায়। সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রদান করে গেমসটিকে সাফল্যমন্ডিত করার জন্য সেনাপ্রধান ও বিওএ সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
কালের আলো/এমএএএমকে