কর্মদিবসে কর্মসূচি না দেওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

প্রকাশিতঃ 7:29 pm | February 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কর্মদিবসে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে কর্মসূচি না দিতে অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেছেন, বিএনপির আগামীকালের কর্মসূচি তাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম। তবে এই পদযাত্রা কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনও ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটায় ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে কমিশনার এ কথা বলেন।

বিএনপির পদযাত্রায় রাজধানীবাসীর দুর্ভোগ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, সড়ক বন্ধ করে বৈধ কর্মসূচি না দিয়ে বড় বড় মাঠ আছে। সেখানে কর্মসূচি পালন করুন।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলো রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে—এসবের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে কর্মদিবসে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর কর্মসূচি না দেওয়ার অনুরোধ করছি। এসব রাজনৈতিক কর্মসূচি বন্ধের দিন পালনের অনুরোধ করছি।

তাছাড়া বিএনপির আগামীকালের কর্মসূচি পুরান ঢাকা থেকে শুরু হয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে দিয়ে প্রেসক্লাব হয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এই তিন-চার কিলোমিটার পথে পদযাত্রা করলে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হবে যা শেষ হতে রাত দশটা-এগারোটা পর্যন্ত সময় লাগবে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ ১১৮ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এদিন সকালে ডিএমপি সদরদপ্তরে অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে অর্থ সহায়তা তুলে দেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, আপনারা চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন। সেই তুলনায় আমাদের সাহায্যের পরিমাণ খুবই কম। আমাদের ইচ্ছা থাকা সত্বেও আপনাদের চিকিৎসার সম্পূর্ণ অর্থ দিতে পারি না।

তিনি বলেন, আমাদের যে সকল সদস্য আহত ও অসুস্থ হচ্ছেন ডিএমপি ও ট্রাফিক কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি।

পুলিশসদর দপ্তর ও বাংলাদেশ সরকারি কল্যাণ তহবিল থেকেও আহত ও অসুস্থদের মাঝে আর্থিক অনুদান সহায়তা দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত আইজিপি পদে পদোন্নোতিপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ যুগ্ম কমিশনার, উপ-কমিশনার (ডিসি) ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৩ জানুয়ারি ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৬৯তম সভা ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় ১১৮ জন পুলিশ সদস্যের অনুকূলে ৪২ লাখ ৭৯ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

কালের আলো/বিএএ/এমএম