টয়োটা নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 8:12 pm | March 30, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
১১তম টয়োটা নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবা (২৯ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাপ্রধান পুরস্কার বিতরণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, চার দিনব্যাপি এই টুর্নামেন্টে মোট ৮০০ জন গল্ফার অংশগ্রহণ করেন। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। যা এযাবৎকালে বাংলাদেশের যে কোন ক্লাবের সর্বোচ্চ অংশগ্রহণকারী গলফার যার মধ্যে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়ও অংশগ্রহণ করেছেন।
টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন রেগুলার গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়াও, ভ্যাটারান উইনার- লেফটেন্যান্ট কর্নেল সাহারিয়ার আহমেদ চৌধুরী (অবঃ), সিনিয়র উইনার মি. জাফর ইকবাল সিদ্দিকী, লেডি উইনার: শারমীন জাহাঙ্গীর এবং জুনিয়র উইনার: মাস্টার এস এম সিয়াম পুরস্কার প্রাপ্ত হন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, নাভানা গ্রুপের সিইও ওয়াহেদ আজিজুর রহমান, নাভানা লিমিটেডের অপারেশন ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল আলম (অবঃ), টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী (অবঃ),
আর্মি গল্ফ ক্লাবের গল্ফ ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন, আর্মি গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার কর্নেল এস এম শওকত আলী (অবঃ), সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম মন্জুর সিদ্দিকী প্রমুখ।
কালের আলো/এসবি/এমএম