সাকিব-মুস্তাফিজরা এক দিন বেশি বিশ্রাম পাচ্ছেন

প্রকাশিতঃ 9:23 pm | February 19, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

প্রায় এক মাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে বন্দি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। শুক্রবার শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে বিশ্রামের খুব বেশি সুযোগ নেই সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাসদের।

আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে তাদের আবার প্রবেশ করতে হবে জৈব সুরক্ষা বলয়ে। আগামী ২০ ফেব্রুয়ারি এ সুরক্ষা বলয়ের প্রবেশের কথা আছে। তবে সাকিব-শান্তরা দলের সঙ্গে যোগ দেবেন একদিন পর।

বিপিএলের পরই আফগানিস্তান সিরিজ। খেলোয়াড়দের বিশ্রাম প্রসঙ্গে আজ (শনিবার) বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, বোর্ড থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। তাদের খুব বেশি ধকল যাতে না থাকে। যত বেশি সম্ভব বিশ্রাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা বিপিএল ফাইনাল খেলেছে, তারা ২০ তারিখের জায়গায় ২১ তারিখে দলের সাথে যোগ দেবে।

আফগান সিরিজের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বিপিএলের ফাইনালে খেলা পাঁচজন ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয় ও লিটন দাস।

তাদের বিশ্রাম দিয়ে অন্যদের সুযোগ দেওয়া যেত কি না জানতে চাইলে জালাল বলেন, রোটেশনের কথা এখন আসছে না। কোনো খেলোয়াড় যদি বলেন বিশ্রামের প্রয়োজন, তাহলে আগে থেকে পরিকল্পনা করব। সে অনুযায়ী এগোবো। এখন বলতে পারছি না কারা অ্যাভেইলেবল ও কারা অ্যাভেইলেবল না।

বাংলাদেশ-আফগান সিরিজ দিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শের দায়িত্ব পাচ্ছেন জেমি সিডন্স। এদিকে পেস বোলিং বিভাগের কোচের চেয়ার খালি পড়ে আছে। আলোচনায় ছিল এইচপি দলের কোচ চাম্পাকা রামানায়েকের নাম, তিনি এ সিরিজের সময় অনুশীলন করাবেন বাংলাদেশ টাইগার্স দলের।

বিসিবি চাইছে খুব দ্রুতই নতুন পেস বোলিং কোচের নাম ঘোষণা করতে। সঙ্গে ফিল্ডিং কোচ হিসেবে ম্যাকডারমটকে ভাবনায় রেখেছে বিসিবি। তবে এখনো চূড়ান্ত হয়নি। জালাল বলেন, ম্যাকডারমট ফাইনাল হয়ে গেছে আপনাকে কেউ বলেছে কি না জানি না। এখনো আলাপ-আলোচনা চলছে। আশা করি, দেখা যাক। হাতে কয়েকজন আছে। কদিনের মধ্যে চূড়ান্ত করে ফেলব।

কালের আলো/এমএএইচ/জেআর