বিসিবির নির্বাচন: ২৩ পদে ৩২ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকাশিতঃ 8:16 pm | September 25, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন পত্র কিনেছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তার নেতৃত্বাধীন বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। মনোনয়ন পত্র কেনার শেষ দিন আজ শনিবার (২৫ সেপ্টেম্বর)। সারাদিনই মিরপুর শের-ই-বাংলায় পরিচালক পদপ্রার্থীদের ভিড় লেগে ছিল। গতকালও মনোনয়ন পত্র বিক্রি করেছে নির্বাচন কমিশন।

কাউন্সিলরদের মনোনয়নপত্র কেনার দৃশ্যপট বলছে, তিন ক্যাটাগরিতেই নির্বাচন হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ক্যাটাগরি-১ এ ঢাকা ও রাজশাহী বিভাগে নির্বাচন হচ্ছে। ঢাকা বিভাগের ২টি পরিচালক পদের জন্য চারজন মনোনয়নপত্র কিনেছেন। রাজশাহী বিভাগের ১টি পরিচালক পদের জন্য দুজন প্রার্থী হয়েছেন। ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব কোটায় ১২ টি পদ রয়েছে। যেখানে ১৭ জন কাউন্সিলর মনোনয়নপত্র কিনেছেন। যা নির্বাচনের আমেজ বাড়িয়ে দিয়েছে। ক্যাটাগরি-৩ এ ১টি পরিচালক পদের জন্য দুইজন প্রার্থিতা ঘোষণা করেছেন।

সবমিলিয়ে আগামী ৬ অক্টোবর নির্বাচনে ভোটের লড়াই দেখা যেতে পারে। বিসিবির সর্বশেষ দুটি নির্বাচনে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা যায়নি। সিংহভাগ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবার ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে অনেক পরিচালককে।

আজ শনিবার দুপুরে এসে মনোনয়নপত্র কিনেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আবাহনীর কাউন্সিলর পাপন গত সপ্তাহেও বলেছেন, নির্বাচনে থাকবে না কোনো প্যানেল। তার চাওয়া নির্বাচন হোক, নতুন মুখ আসুক। তবে মনোনয়নপত্র কিনে স্টেডিয়াম ত্যাগের আগে পাপন আবারও সেই প্রতিক্রিয়াই ব্যক্ত করেন।

পাপন বলেন, আমি খুবই খুশি। শুক্রবার টিভিতে দেখলাম অনেকগুলো নতুন মুখ আছে। এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি। এটাই আমি চাচ্ছি, যে নির্বাচন হোক। নতুন নতুন মানুষ আসুক।

মনোনয়নপত্র কিনে ক্যাটাগরি-১ থেকে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী মেয়াদে বিসিবির পরিচালক হওয়ার সুখবর পেয়ে গেছেন ৭ কাউন্সিলর। তারা হলেন চট্টগ্রাম বিভাগের আকরাম খান ও আজম নাসির, সিলেট বিভাগের শফিউল আলম চৌধুরী নাদেল, খুলনা বিভাগের শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ, বরিশাল বিভাগের আলমগীর খান, রংপুর বিভাগের এড. আনোয়ারুল ইসলাম।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুসের পরিচালক হয়ে আসাও নিশ্চিত। অর্থ্যাৎ বিসিবির ২৫টি পরিচালক পদের মধ্যে ৯ জন ইতোমধ্যে নির্বাচিত। বাকি ১৬টি পদে নির্বাচন হবে।

কালের আলো/আরএস/এমএইচএস