ক্রিকেট কোচ জালাল চৌধুরী আর নেই
প্রকাশিতঃ 12:57 pm | September 21, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
দেশের স্বনামধন্য ক্রীড়া লেখক ও ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী আর নেই। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবনাবসান হয়েছে ৭৪ বছর বয়েসী প্রতিথযশা এই ক্রিকেট ব্যক্তিত্বের।
চলতি মাসে ১ তারিখ শ্বাসকষ্টের কারণে প্রথমবার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন জালাল আহমেদ চৌধুরী। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় ১৫ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এদিকে করোনা পরীক্ষাতেও নেগেটিভ ছিলেন সদ্য প্রয়াত জালাল আহমেদ। তিনি ভেন্টিলেশনে গেলেও আশায় ছিলেন সবাই। কিন্তু ফেরানো গেলো না তাকে। চলেই গেলেন চিরতরে।
সাবেক এই ক্রিকেটার ষাটের দশকের মাঝামাঝি থেকে সত্তর দশকের মাঝামাঝি পর্যন্ত খেলেছেন ঢাকা ক্রিকেট লিগে। খেলা থেকে অবসর নেওয়ার পর শুরু করেন কোচিং। বাংলাদেশের প্রথম ক্রিকেট প্রশিক্ষক হিসেবে ভারতের পাতিয়ালায় উচ্চতর কোচিংয়ের ওপর ট্রেনিং করেন তিনি।
এরপর মোহামডান, কলাবাগানসহ বেশ কয়েকটি ক্লাবের কোচের দায়িত্ব পালনও করেন। তিনি একাধারে ক্রিকেটার, প্রশিক্ষক, আম্পায়ার, সাংবাদিক ও লিখিয়ে হিসেবে সবার প্রশংসাধন্য।
কালের আলো/আরএস/এমএইচএস