‘আমি পাকিস্তান যাচ্ছি, কে কে যাবে আমার সঙ্গে’ গেইলের টুইট
প্রকাশিতঃ 6:54 pm | September 19, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
প্রায় ১৮ বছর পর তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান গিয়েছিলো নিউজিল্যান্ড। কিন্তু প্রথম ওয়ানডে শুরুর খানিক আগে নিরাপত্তা শঙ্কার কথা বলে সফর স্থগিত করে দিয়েছে তারা। দলটির এমন সিদ্ধান্তে যখন উত্তাল পুরো ক্রিকেট বিশ্ব, তখন হঠাৎ করেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের পোস্টার বয়, ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইল।
টুইটারে পাকিস্তান যাওয়ার ঘোষণা দিয়ে ক্যারিবীয় ক্রিকেটার প্রশ্ন করলেন তার সঙ্গে আর কে কে যেতে চান পাকিস্তানে?
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১টায় টুইটারে নিজের অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় এই বিধ্বংসী তিনি লিখেছেন, আমি আগামীকাল পাকিস্তান যাচ্ছি, কে কে যাবে আমার সঙ্গে?
গেইলের এই এক লাইনের টুইট হু হু করে ছড়িয়ে পড়ছে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায়।
গেইলের টুইটটি পাকিস্তানের টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে এখন। নেটিজেনদের মতে, ছোট্ট এই টুইটে নিউজিল্যান্ডকে ‘উচিত শিক্ষা’ দিয়েছেন গেইল।
গেইলের টুইটে রিটুইট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। দেশটির ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টরাও অংশ নিয়েছেন। টুইটটি গোটা ক্রিকেটবিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে।
রিটুইটে অভিজ্ঞ পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ লিখেছেন— তোমাকে স্বাগতম গেইল। তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন। পাকিস্তানের পক্ষ থেকে তোমাকে জানাই ভালোবাসা।
পাক পেসার মোহাম্মদ আমির লিখেছেন— দেখা হবে কিংবদন্তি।
কালের আলো/আরএস/এমএইচএস