৭৮ রানে অলআউট, আরও এক লজ্জা ভারতের
প্রকাশিতঃ 9:19 pm | August 25, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
কেউ কল্পনা করতে পারছে না, বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারতের এমন হাল হতে পারে! ইংল্যান্ডের মাটিতে খেলা কঠিন এটা সবাই জানে। তার মানে এই নয় যে মাত্র ৭৮ রানে অল-আউট হতে হবে।
ইংলিশ বোলারদের তোপের মুখে চরম ব্যাটিং বিপর্যয় ভারতের। আরও একটি লজ্জা পেল ভারতীয় ক্রিকেট দল। ইংরেজদের মাঠে এ নিয়ে ১০ বার শতরানের নিচে আউট হলো ভারত।
ইংল্যান্ডের মাঠে ১৯৭৪ সালে সবচেয়ে কম ৪২ রানে অলআউট হয় ওজিত ওয়াদেকারের নেতৃত্বাধীন ভারত।তবে টেস্টে এনিয়ে ২৬ বার একশ রানের নিচে আউট হলো ভারত।
লিডসে চলতি টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ রানে ২ উইকেট হারানো ভারত এক পর্যায়ে ৫৮ রানে হারায় ৫ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৭৮ রানেই অলআউট হয় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।
জেমস অ্যান্ডারসন আর ওলি রবসনের গতির মুখে পড়ে একের পর এক সাজঘরে ফেরেন লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থ। একাই তিন উইকেট নেন ইংল্যান্ডের অন্যতম সেরা পেসার অ্যান্ডারসন। দুই উইকেট শিকার করেন রবসন।

৫৮ রানে প্রথমসারির পাঁচ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বৃত্তবন্দি হয়ে পড়ে ভারত। দলকে খেলায় ফেরাতে শুরু থেকেই চেষ্টা করে যান ওপেনার রোহিত শর্মা। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কোহলি-রাহানেরা।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। লর্ডস জয়ী দলে কোনো পরিবর্তনই আনেনি তারা। উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি ভারতীয়রা। নিজেদের ওপর তুমুল আত্মবিশ্বাসের কারণে সবুজ উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। ব্যাট করতে নেমে শুরুতেই, প্রথম ওভারের ৫ম বলে লোকেশ রাহুলের উইকেট দিয়ে শুরু হয় ভারতের সর্ননাশা অগ্রযাত্রা।
ইংল্যান্ডের হয়ে বোলিংয়ে আগুন ছড়ান জেমস অ্যান্ডারসন, স্যাম কুরানরা। জিমি ৮ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। ক্রেগ ওভারটন নিয়েছেন ১৪ রানে ৩ উইকেট। স্যাম কুরান ও ওলি রবিনসন নিয়েছেন ২টি করে উইকেট।
কালের আলো/টিআরকে/এসআইএল