ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

প্রকাশিতঃ 12:48 pm | August 24, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার (২৪ আগস্ট) খেলোয়াড়, কোচিং স্টাফ মিলে নিউজিল্যান্ড থেকে ২০ জনের একটি দল ঢাকা এসে পৌঁছায়।

ঢাকা পা রেখে টিম বাসে করে হোটেলের পথে নিউজিল্যান্ড দল। হোটেলে তিন দিনের কোয়ারেনটাইন করবেন কিউই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এরপর ২৭ তারিখ থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে তারা।

এর আগে গোটা দল বাংলাদেশের আসার আগে গত ২০ আগস্ট ঢাকায় আছেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্য হান্ড্রেড খেলে সরাসরি বাংলাদেশে চলে আসে তারা। অ্যালেন ও গ্র্যান্ডহোমের কোয়ারেনটাইন শেষ হলেও তারা দুজন অনুশীলনে নামেননি। এদিকে ক্রিকেট দল আসার আগে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডের একটি পর্যবেক্ষণ দল।

নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

কালের আলো/আরএস/এমএইচএস