রমজানে চেক নিষ্পত্তিতে নতুন সময়সূচী

প্রকাশিতঃ 10:38 am | April 24, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পবিত্র রমজান মাসে সাধারণ ছুটির সময়ও বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) বা কেন্দ্রীয় ব্যাংকের স্বয়ংক্রিয় নিকাশ ঘরের কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

নতুন নির্দেশনায় বিএসিএইচ চালু রাখার সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে বিকেল ৩টার মধ্যে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতে এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ। সার্কুলারে আরো বলা হয়েছে, রমজান মাসের পর আগের প্রচলিত নিয়মে বিএসিএইচ কার্যক্রম পরিচালিত হবে।

কালের আলো/বিএম/ডিএএ

Print Friendly, PDF & Email