ভারতে পড়ুয়াদের থেকে গরুর নিরাপত্তা বেশি বলে মন্তব্য টুইঙ্কেল খান্নার

প্রকাশিতঃ 5:02 pm | January 06, 2020

কালের আলো ডেস্ক:

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে হামলার ঘটনায় উত্তাল বিশ্ববিদ্যালয়। ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিশিষ্টজনেরা। এবার এই বিষয়ে সরব হয়েছেন অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কল খান্না৷

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে একটি পোস্টে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি লিখেন,‘ এই দেশে যেখানে মনে হয় পড়ুয়াদের তুলনায় গরুকে বেশি নিরাপত্তা দেওয়া হয়, সেই দেশ এবার মাথানত করতে নারাজ৷ হিংসা দিয়ে মানুষের কন্ঠ রোধ আর করা যাবে না৷ এর জেরে দেশে আরও প্রতিবাদ, ধর্মঘট বাড়বে৷ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে৷’

এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে সরব হয়েছেন টুইঙ্কল খান্না৷

অক্ষয় কুমারকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জানিয়েছিলেন,‘আমি আপনার ও আপনার স্ত্রী টুইঙ্কলের ট্যুইটার দেখি৷ মাঝে মাঝে মনে হয় আপনার পারিবারিক জীবন নিশ্চয় বেশ শান্তিপূর্ণ কারণ উনি সমস্ত রাগ আমার উপর ট্যুইটারে প্রকাশ করেন৷ ফলে এই ভাবে আমি আপনার কাজে আসি৷’

ফি বৃদ্ধির প্রতিবাদে প্রায় ২ মাস ধরে আন্দোলন করছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৫ ডিসেম্বর) ছাত্রীনিবাসে ঢুকে মুখ ঢাকা দৃষ্কৃতীরা তাণ্ডব চালায়। ঘটনায় গুরুতর আহত হয় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। আহত হন অধ্যাপক সুচরিতা সেন।

কালের আলো/এমএম/এডিবি

Print Friendly, PDF & Email