উত্তর কোরিয়ায় ৩ জেলের হাতে ১৬ সহকর্মী খুন

প্রকাশিতঃ 2:18 pm | November 08, 2019

কালের আলো ডেস্ক:

উত্তর কোরিয়ায় মাছ ধরার জাহাজে তিন জেলের হাতে খুন হয়েছেন ক্যাপ্টেনসহ ১৬ সহকর্মী।

বিবিসি জানায়, হত্যাকাণ্ডের পর দুই জেলে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেলেও তাদের আটক করে উত্তর কোরিয়ার হাতে হস্তান্তর করেছে সেদেশের নৌবাহিনী। জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন আটককৃতরা।

দুর্ব্যবহারের জন্য গত অক্টোবরের শেষ নাগাদ তাঁরা দুইজন আরও একজনের সহায়তায় জাহাজের ক্যাপ্টেনকে হত্যা করে। এসময় অন্য সহকর্মীরা বিদ্রোহ ঘোষণা করলে একে একে সবাইকে হত্যা করে মৃতদেহ সাগরে ফেলে দেয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিউল জানায়, সাধারণত উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা নাগরিকদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। কিন্তু, এই ব্যক্তিরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই, সীমান্তবর্তী গ্রাম পানমুনজাম দিয়ে দুই জেলেসহ ২০ জনকে উত্তর কোরিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

২০১৭ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ১২৭ উত্তর কোরিয়ান প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছেন।

কালের আলো/এডিবি
৮ নভেম্বর, ২০১৯

Print Friendly, PDF & Email