সম্রাটময় ফেসবুক

প্রকাশিতঃ 3:44 pm | October 06, 2019

কালের আলো ডেস্ক:

শেষ রক্ষা হলো না। র‍্যাবের জালে ধরা পড়তেই হলো। গ্রেফতারের আগেও যেমন সোশ্যাল মিডিয়ার শিরোনাম ছিলেন, ধরা পড়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হয়ে উঠেছে সম্রাটময়।

বেসরকারি চ্যানেল এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমিন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, ‘অবশেষে সম্রাটের সাম্রাজ্যের পতন হলো। সম্রাটের যারা বস, তাদেরও গ্রেফতার চাই।’

তিনি আরেক স্ট্যাটাসে লিখেন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছিলেন, যাকে পুলিশ গ্রেপ্তার করবে, ‘তাকেই বহিষ্কার করা হবে। তাকে ধন্যবাদ, তিনি কথা রেখেছেন। কিন্তু আমার প্রশ্ন যুবলীগের ৭১ বছর বয়সী চেয়ারম্যান কী জানেন না, তার সংগঠনে কারা কারা দুর্বৃত্ত? পুলিশের গ্রেপ্তার করতে হবে কেন? তিনি স্বপ্রণোদিত হয়ে দুর্বৃত্তদের বহিস্কার করতে পারেন না?’

সামস ভূঁইয়া নামে একজন লিখেছেন, সম্রাট ও আরমানকে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাব। দেশের মানুষ কিছুটা হলেও এখন সরকারের কাছে ঋণী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্রাট অপরাধী হলে যেন সঠিক বিচার হয় এ আশাই করবো।

সরকারকে ধন্যবাদ দিয়ে শারমিন নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘সম্রাটকে গ্রেপ্তার করায় সরকারের সাধুবাদ জানাচ্ছি। তিনি যদি সত্যিই অপরাধী হন তাহলে তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা চাই সত্যিকারের একটি সোনার বাংলা। যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো দৃস্কৃতকারী।’

রাসেল নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘সম্রাটকে গ্রেপ্তার করায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন’।

ঢাকার ক্রীড়া সংগঠক ক্লাবগুলোতে জমে ওঠা ক্যাসিনোতে অভিযানের কিছুদিন পর সম্রাটকে গ্রেপ্তার করায় জহুরুল হক নামে একজন ফেসবুক ব্যবহারকারী রহস্য করে লিখেছেন, ‘সম্রাটদের ধরতে একটু ভাবনা চিন্তা করা লাগে! হাজার হোক মোঘলদের নামে নাম তো!’

কালের আলো/এনএ/এমএফ

Print Friendly, PDF & Email