ডেঙ্গু আক্রান্ত হয়ে চিত্রনায়িকা ববি হাসপাতালে
প্রকাশিতঃ 4:54 pm | August 07, 2019

শোবিজ ডেস্ক, কালের আলো:
রাজধানী ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু জ্বর।প্রতিদিনেই বাড়ছে রোগীর সংখ্যা। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন ববি।
বুধবার (০৭ আগস্ট) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে ববি বলেন, গত কয়েকদিন ধরেই আমি জ্বর জ্বর অনুভব করছিলাম। কিন্তু দেশের ডেঙ্গু প্রকোপ দেখে গতকাল হঠাৎ করেই মনে হলো আমার রক্তটা পরীক্ষা করা দরকার। পরে স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।
তবে আতঙ্কের কিছু নেই। সবকিছু নিয়ন্ত্রণেই রয়েছে। আপাতত কিছুটা সুস্থবোধও করছি। চিকিৎসকরা কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।
নিজের ভক্ত ও বন্ধু-স্বজনদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ববি।
আসছে ঈদে মুক্তি পাচ্ছে ববি অভিনীত ‘বেপরোয়া’ সিনেমাটি। ববি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১০ সালের ১৬ এপ্রিল তার প্রথম সিনেমা ‘খোঁজ-দ্য সার্চ’ মুক্তি পায়।
প্রসঙ্গত, এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা আলমগীর। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
কালের আলো/এআর/এমএম