হ্যাটট্রিকে শিরোপা জিতল আবাহনী
প্রকাশিতঃ 7:25 pm | June 26, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের শেষ রাউন্ডের খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে শিরোপা ধরে রাখল আবাহনী লিমিটেড। এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে এবারের আসর সম্পন্ন করল আবাহনী। ২২ পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছে প্রাইম ব্যাংক।
শনিবার (২৬ জুন) শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান করে মোসাদ্দেক হোসেনের দল। দলের পক্ষে নাজমুল শান্ত ৪৫, অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৪০ আর মোহাম্মদ সাইফউদ্দিন ১৩ বলে ২১ রান করেন। প্রাইম ব্যাংকের রুবেল ২টি উইকেট নেন।
১৫০ রানের টার্গেটে খেলতে নেমে ১৪২ রানে থামে প্রাইম ব্যাংক। প্রাইমের পক্ষে রুবেল মিয়া ৪৩ আর শেষ দিকে অলক কাপালি অপরাজিত ১৭ বলে ৩৪ রান করেন। আর তার দল শেষ ৯ উইকেটে ১৪২ রান করে। আবাহনীর পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ৪টি উইকেট নেন।
কালের আলো/আরএস/এমএইচএস