বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
প্রকাশিতঃ 3:19 pm | July 23, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে এবার তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তবে এবার তিন ধাপ এগিয়ে গেলেও এই তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন এবং আফ্রিকার দেশ ইরিত্রিয়া।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচকে এসব তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত ওই সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন।
নতুন সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এখন সিঙ্গাপুরের। দেশটির পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। গত বছরও এই তালিকায় শীর্ষে ছিল সিঙ্গাপুর।
তালিকার দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে- ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। পঞ্চম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড। এসব পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
তালিকার ষষ্ঠ অবস্থানে থাকা যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। সপ্তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
অষ্টম অবস্থানে কানাডা, এস্তোনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রয়েছে। এই তিন দেশের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। নবম অবস্থানে থাকা ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার পাসপোর্টধারীরা ১৮৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এছাড়া সূচকের দশম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও লিথুয়ানিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা ১৮২টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
কালের আলো/এএএন