সিঙ্গাপুরের প্রতিনিধিদল বার্ন ইনস্টিটিউটে
প্রকাশিতঃ 2:42 pm | July 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চার সদস্যের প্রতিনিধিদল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছে।
বুধবার (২৩ জুলাই) বেলা সোয়া ১১টা থেকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে তাদের বৈঠক চলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
বার্ন ইনস্টিটিউটে এ মুহূর্তে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চোং সি জ্যাক, সিঙ্গাপুর স্বাস্থ্যসেবা বিভাগ সিংহেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও।
তাদের সঙ্গে সিঙ্গাপুরের দুই চিকিৎসক পুন লাই কুয়ান, লিম ইউ হান জোভান উপস্থিত রয়েছেন।
সিঙ্গাপুরের এই বিশেষজ্ঞ চিকিৎসকদল বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা রোগীদের উন্নত চিকিৎসায় নতুন পরামর্শ দেবে।
তাদের সুপারিশ অনুযায়ী চিকিৎসা সেবা ওষুধের ধরনও পরিবর্তন হতে পারে বলে আগেই আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক সায়েদুর রহমান।
কালের আলো/এএএন