আ.লীগ আবারও রাজনীতির মাঠে আসলে, সবাই মিলে প্রতিহত করব : সারজিস আলম

প্রকাশিতঃ 4:57 pm | July 23, 2025

চাঁদপুর প্রতিবেদক, কালের আলো:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ আবারও রাজনীতির মাঠে আসলে, আমরা সবাই মিলে তাদের প্রতিহত করব।

তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসররা আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে—সেই সুযোগ আর আমরা এই বাংলাদেশে দেবো না।

বুধবার (২৩ জুলাই) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা উপলক্ষে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আপনারা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, তাদের কারণে আমরা সাহস এবং উৎসাহ পাই। আমাদের আজকের এই উন্মুক্ত মঞ্চে শহীদ ও উপস্থিত আহত পরিবারের সদস্য, সহযোদ্ধা, বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনাদের সহায়তায় আমরা শক্তি পাই।

এ সময় তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বলেন, আমরা তদন্ত কমিটির খেলা আর দেখতে চাই না। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পেছনে কোন ব্যক্তি দায়ী, তা বের করুন। এছাড়া কোন সিস্টেম দায়ী? কোন প্রতিষ্ঠানগুলো দায়ী? সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হোক।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে এমন ধ্বংসের পরে আর কোনো চুরির খেলা দেখতে চাই না। এই ঘটনায় আমরা যাদেরকে হারিয়েছি, যারা আহত এবং নিহত হয়েছে, তাদের প্রত্যেকের কাছে সর্বোচ্চ দিয়ে এই সরকারকে দাঁড়াতে হবে। যারা দায়ী হবে, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে এবং এই সরকারকে সেই দায়িত্বও নিতে হবে।

সভায় আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সমন্বয়ক সামান্তা শারমিন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা সমন্বয়ক মাহবুবুল আলম, এনসিপি যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু, সংগঠক মেহেদী হাসান তানিম, জেলা যুগ্ম সমন্বয়ক তামিম খান, মুফতি মাহমুদুল হাসান, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

কালের আলো/এমডিএইচ