বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক পদে রদবদল

প্রকাশিতঃ 4:32 pm | July 23, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন পরিচালক আহসান হাবীবকে সরানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মনিরুল ইসলাম।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে মনিরুলকে প্রেষণে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানানো হয়েছে। আর আহসান হাবীবকে প্রেষণ দায়িত্ব থেকে ফেরানো হয়েছে বিমান বাহিনীতে।

এর আগে গত ২ জুলাই বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।

গত ২৬ জুন কক্সবাজারে থাকা অবস্থায় অনেকটা আকস্মিকভাবে মঞ্জুর কবীরকে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

কালের আলো/এএএন