বাংলাদেশের নতুন স্পিন কোচ হেরাথ ও ব্যাটিং কোচ প্রিন্স
প্রকাশিতঃ 4:59 pm | June 26, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন শ্রীলংকার কিংবদন্তি সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ। আর ব্যাটিং কোচের পদে নিয়োগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স।
শনিবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। আগামী ৭ জুলাই থেকে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষের টেস্ট ম্যাচেই এ দুই কোচকে পাচ্ছে টাইগাররা।
এর আগে স্পিন কোচ ছিলেন কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টরি। যদিও করোনাকালের পর থেকে অনেক টাকা বেতনের এই কোচ আর কাজ করতে আগ্রহ দেখাননি। ভেট্টোরির অনুপস্থিতিতে সোহেল ইসলামকে দিয়ে স্পিন বোলিং কোচের কাজ চালিয়েছে বিসিবি। অবশেষে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার হেরাথ আসলেন নতুন কোচ হিসেবে।
বিসিবি জানিয়েছে, জিম্বাবুয়ে সফর দিয়েই হেরাথের কোচিং অধ্যায় শুরু হবে। তার সঙ্গে চুক্তি করা হয়েছে আগামী টি-টোয়ন্টি বিশ্বকাপ পর্যন্ত। এরপর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও আছে। অন্যদিকে অ্যাশওয়েল প্রিন্সকে আপাতত জিম্বাবুয়ে সফরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দুজনেরই লেভেল-৩ কোচিং সার্টিফিকেট আছে। সাদা পোশাকে ৯৩ ম্যাচ খেলে ৪৩৩ উইকেট নিয়েছেন টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার হেরাথ। রঙ্গিন পোশাকে নিয়েছেন ৯২ উইকেট।
কালের আলো/টিআরকে/এসআইএল