হাসানুজ্জামানের ঝড়ো সেঞ্চুরিতে তামিমকে তিনে নামিয়ে দিলেন

প্রকাশিতঃ 2:51 pm | June 21, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচে চলতি ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম সেঞ্চুরি করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান। এবার রেলিগেশন লিগের প্রথম ম্যাচেই তার পাশে বসলেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ওপেনার হাসানুজ্জামান।

সোমবার (২১ জুন) বিকেএসপির ৩ নাম্বার মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান করে ওল্ড ডিএইচএস। এই আসরের সর্বোচ্চ টার্গেটে খেলতে নেমে হাসানুজ্জমান সেঞ্চুরি করেন। তবে বৃথা যায় তার সেঞ্চুরি। দল হেরেছে ২৩ রানের ব্যবধানে। ১৭৬ রানের বেশি করতে পারেনি পারটেক্স। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে আব্বাস মুসার ব্যাট থেকে।

সেঞ্চুরির পর ৫ রান যোগ করে হাসানুজ্জামান ফেরেন সাজঘরে। মোহাম্মদ রশিদের বল উড়াতে গিয়ে ডিপ এক্সট্রা কাভারে থাকা আসাদুজ্জমান পায়েলের হাতে ক্যাচ দেন। তার ব্যাট থেকে আসে ৫২ বলে ১০৫ রান। ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ৭টি ছয়ে। মাত্র ২১ টি-টোয়েন্টি খেলা হাসানুজ্জমানের এর আগে সর্বোচ্চ ছিল ৪৪ রান।আজ প্রথম টি-টোয়েন্টি ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেন তিনি।

হাসানুজ্জামানের আগে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে কুড়ি ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল (৩টি), এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত (২টি), পারভেজ হোসেন ইমন, নাইম শেখ ও মিজানুর রহমান।

এর আগে ওপেনার রাকিন আহমেদের ক্যারিয়ার সেরা ইনিংসে ১৯৯ রান করে ওল্ড ডিএইচএস। এর আগে সর্বোচ্চ দলীয় স্কোর ছিল আবাহনীর। সুপার লিগের ম্যাচে প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে ১৯৩ রান করেছিল মুশফিকের দল। একদিন না যেতেই সেই রেকর্ড ভেঙে দিল ডিওএইচএস।

ওল্ড ডিএইসএসের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৯৮ রান করেন ওপেনার রাকিন আহমেদ। ইনিংসের শুরুতে নেমে খেলেন শেষ বল পর্যন্ত। তার দৃষ্টিনন্দন ইনিংস সাজানো ছিল ১১ চার ও ৩টি ছয়ের মারে। টি-টোয়েন্টিতে এটি রাকিনের প্রথম ফিফটি ও সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে সর্বোচ্চ ছিল ৪৬ রান।

১১ রাউন্ড শেষে তিনটি দল রেলিগেশনে পড়ে। ওল্ড ডিওএইচএস-পারটেক্স ছাড়া আরেকটি দল হলো লিজেন্ডস অব রূপগঞ্জ। এখন পর্যন্ত ১২ ম্যাচ শেষে ওল্ড ডিওএইচএসের পয়েন্ট ৮ আর পারটেক্সের পয়েন্ট ১, রূপগঞ্জ রেলিগেশন লিগে এখনো মাঠে নামেনি।

কালের আলো/আরএস/এমএইচএস